আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার ভয় উপেক্ষা করে আওয়ামীলীগে নেতা অসহায়ের পাশে

 

নিজস্ব প্রতিবেদক:

করোনার ভয়ে ঘরে বসে থাকলে তো মানুষের সেবা করা যাবে না বলে জানালেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (১৫ মে) বিকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে নিজের সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। সাতশো হতদরিদ্র রোজাদারদের মাঝে আজও (শুক্রবার) ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।

দৈনিক আগামীর সংবাদকে এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, ভয় পাওয়া যাবে না। ভয় পেলেতো মানুষের জন্য কাজ করা যাবে না। তবে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু সবাই যদি ভয় পায় তাহলে বর্তমান করোনা পরিস্থিতিতে যারা কর্মহীন মানুষ রয়েছেন, শ্রমজীবী দিন আনেন দিন খায়, এদের কি হবে? যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে রাজনীতি করেন যে সব সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একনিষ্ঠ যেসব কর্মী, তারা তো এদের পাশে দাঁড়াবে, তারাই যদি ভয় পায় তবে এসব অসহায় মানুষের কি হবে?

এসময় তিনি আরও বলেন, অনেকে অনেক বড় বড় কথা বলবে, শেষ পর্যন্ত এই দেশের মানুষের সমস্ত বিপদে-আপদে ও সমস্যায়, বাংলাদেশের সমস্ত বড় বড় সমস্যায়, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরাই এবং রাজনৈতিক কর্মীরাই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এটা ইতিহাস সাক্ষী দেয়। আমিও বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

খাদ্য সহায়তা প্রদানকালে মঞ্জুরুল আলম রাজীবের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা পরিস্থিতির শুরু থেকেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সাভারের এই উপজেলা চেয়ারম্যান। নিজের ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোরগোড়ায় পৌঁছে দিয়ে এসেছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। পবিত্র রমজানের প্রথম দিন থেকেই ইফতার সামগ্রী হিসেবে উন্নতমানের খাবার বিতরণ করে আসছেন অসহায় ও দুঃস্থ মানুষকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ