দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
জাপানী মেগাব্যাংক গুলো একের পর এক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পে ধারাবাহিক বিনিয়োগ করে চলছে,ফলে জীবাশ্ম গ্যাস পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতাকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে । প্যারিস চুক্তি লঙ্ঘন করে এসব বিনিয়োগ এখনই বন্ধের দাবিতে র্যালি ও সমাবেশে করছে পরিবেশবাদিরা ।
বুধবার ( ২৬ জুন) সকালে কক্সবাজারের পেকুয়ায় র্যালি ও সমাবেশ করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপাস বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখা।
র্যালিটি পেকুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পেকুয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক কুতুবুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক নজরুল জাফর, সাংবাদিক জালাল উদ্দীন, শ্রমিক নেতা জাফর আলম,আবুল বাশার।
পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশ বক্তৃতা বলেন, জাপান তাদের দেশে পরিবেশ বিধ্বংসী কোন প্রকল্পে টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে অথচ জাপানি সংস্থা জাইকা আমাদের দেশে একের পর এক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করে চলছে। তাদের দেশের মেগাব্যাংক Mizuho, MUFG, SMBC প্যারিচ চুক্তি লঙ্ঘন করে পরিবেশ বিধ্বংসী প্রকল্পে অর্থায়ণ করে তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখছে।
বক্তারা প্যারিস চুক্তি লঙ্ঘন করে জাপানি ব্যাংকগুলোকে এসব বিনিয়োগ এখনই বন্ধ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা।
এসময় পেকুয়া উচ্চ বিদ্যালয়, পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।