আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ডাকাত চক্রের টার্গেট শুধুমাত্র গরু, ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৮

সাভার প্রতিনিধি :

কোরবানী ঈদের প্রায় মাসখানেক আগ থেকেই তারা পুরোদমে মাঠে নামেন। এছাড়া সারা বছরও সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে হানা দেন খামারে কিংবা গৃহস্থ বাড়িতে। টার্গেট শুধুমাত্র গরু। ঈদের আগে সড়কে গরুর গাড়ি ডাকাতি করার জন্য নতুন ট্রাকও কিনেছে ডাকাতদের এই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি (গোয়েন্দা) পুলিশ।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে ঢাকার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঘটনার বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। এর আগে বুধবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী হাবিব সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৯), মিন্টু (৩৮), ইয়াকুব আলী (৪০), রঞ্জু প্রামাণিক (৩১), মোহর আলী (৫০), আনিস মোল্লা (৩৫), জহিরুল ইসলাম (৪০) ও ফজলুল ইসলাম (২৭)।

তাদের কাছ থেকে ৩টি নতুন ট্রাক, কাটার, ছুরি, চাপাতি, স্লাই রেঞ্চ, গরু বাঁধার দড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গরু ডাকাতদের এই দলের সক্রিয় সদস্য আছে প্রায় ১২-১৫ জন। কিন্তু এর বাইরে তাদের আরও সহযোগী আছে। যাদের কাছে গরু বিক্রি করা হয় সেসমস্ত ব্যাপারী কিংবা কসাইরাও জড়িত থাকেন এই চক্রের সাথে। তারা গরু কেনার আগেই ডাকাতদের দাদন হিসেবে অগ্রিম টাকা দিয়ে রাখেন। সেসমস্ত ব্যাপারীরাও জানেন কবে ডাকাতি করতে যাচ্ছেন চক্রের সদস্যরা। এই চক্রের টার্গেট শুধুমাত্র গরু। তারা মহাসড়কে গরুর গাড়ি এবং বিভিন্ন খামারকে টার্গেট করে ডাকাতি করে। এবারে ঈদের আগে ডাকাতির উদ্দেশ্যে তারা নতুন ৩টি ট্রাক কিনেছে।

ঢাকা জেলা পুলিশের ডিবির (গোয়েন্দা শাখা) দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্ শিরা হাবীব খানের তত্ত্বাবধানে এ অভিযান চালায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একাধিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা আশুলিয়ার কয়েকটি বাড়ি ও খামারে ডাকাতির জন্য সমেবত হয়েছিল। তারা আন্তজেলা গরু ডাকাত দলের সক্রিয় সদস্য।

ঢাকা জেলা এসপি মো আসাদুজ্জামান বলেন, সড়ক-মহাসড়কে গরুর গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা তৎপর আছি। চুরি-ছিনতাই-ডাকাতির মত ঘটনা যেন না ঘটে সে উদ্দেশ্যে আমাদের পুলিশি টহল বাড়ানো হয়েছে। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের তথ্য মতে বাকিদের গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃতরা সঙ্ঘবদ্ধ ডাকাত দল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ