মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি :
করোনা ভাইরাস মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলাধীন শেখমাটিয়া গ্রামের অসহায় কৃষকের ধান কেটে দেয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন (BSWS)।এই সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক অহিদুজ্জামান চঞ্চলের নেতৃত্বে ইউনিয়নেরা অসহায় কৃষক হাবিবুর শেখের ১বিগা জমির ধান কেটে ঘরে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জোবায়ের সাকিব, আব্দুল ওয়াদুদ, জহির হাওলাদার সহ সংগঠনটির সদস্যরা।বুইচাকাঠী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (BSWS) সাধারন সম্পাদক অহিদুজ্জামান চঞ্চল বলেন, করোনা মোকাবেলায় আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যহত থাকবে।