আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

এগিয়ে চলেছে এক টুকরো হাসি ফাউন্ডেশন 

 

আশুলিয়া প্রতিনিধি – মোঃ সেনাম উল তাহমিদ:

নিম্ন মধ্যম আয়ের এ দেশে লকডাউন পরিস্থিতি দরিদ্র মানুষদের করে তুলছে আরো দরিদ্র । সরকারি ত্রাণ যেখানে সকল পর্যায়ের অসংখ্য জনপ্রতিনিধিরা লুট করে খাচ্ছে , সেখানে দেশের কিছু ছাত্রদের এগিইয়ে আসা বাংলাদেশকে দিচ্ছে আগামীর সোনার বাংলার সুসংবাদ ।
লকডাউন পরিস্থিতি বাংলাদেশের মত সব দেশের জন্য বয়ে এনেছে ক্ষুধা সমস্যা। দেশের এ সমস্যা দূর করার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করলেও তা ক্ষুধা সমস্যা দূর করতে পারছে কিছু স্বার্থপর জনপ্রতিনিধির জন্য । এমন অবস্থায় এগিয়ে এসেছে অসংখ্য সমাজসেবকদের দল । এক টুকরো হাসি ফাউন্ডেশণ এদের মধ্যেই একটি । যা ধামসোনা ইউনিয়নের স্থানীয় ছাত্র ও শিক্ষকদের নিয়ে গঠিত । দেশের এই করোনা পরিস্থিতি শুরুর প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন । ১৩ মে স্থানীয় ৮০ দরিদ্র জনগণ খুঁজে বের করে তাদের মধ্যে ইফতার বিতরণ করে ফাউন্ডশনটি । তাদের এসব উদ্যোগে অত্যন্ত খুশি স্থানীয়রা । তাদের মতে দেশের সকল বিত্তবানরা এভাবে দরিদ্রদের পাশে দাড়ালে দেশের ক্ষুধা সমস্যা নেমে আসবে শুণ্যের কোঠায় । দরিদ্রের মুখে হাসি ফুটাতে পেরে এক টুকরো হাসি ফাউন্ডেশনের সকল কর্মীর মুখে আনন্দের ছাপ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ