আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

আখাউড়া উপজেলা ছাত্রদলের উদ্যােগে ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো

 

 

আখাউড়া প্রতিনিধি,  সুজন হাজারী:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছাত্রদলের উদ্দ্যোগে কৃষকের ধান কেঁটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার(১৩মে) সকালে পৌর শহরের নারায়ণপুর বাইপাস সংলগ্ন নারায়ণপুর গ্রামের অসহায় কৃষক জাহাঙ্গীর মিয়ার ২ বিঘা জমির ধান কেঁটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিশন মনসুর বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের অনুপ্রেরণায় জাতীয়তাবাদী ছাত্রদলের দূর্যোগকালীন কর্মসূচির অংশ হিসেবে আখাউড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে কৃষকের ধান কাঁটা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের এই মহতী উদ্যোগের জন্য আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

যে কোনো দূর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি। ধান কাঁটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন আখাউড়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মাইদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম রনি, ছাত্রদল নেতা রাজু মোল্লা, পৌর ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী তারেকুল ইসলাম রিফাত, কলেজ শাখা ছাত্রদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল ইসলাম বাপ্পী, ছাত্রদল নেতা তাফসী সরকার, আশরাফুল রুবেল, সাইদুল ইসলাম শুভ,টিপু সুলতান ও মোঃ রুবেল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ