আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ ইং

ভূয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা কারখানার সামনে বুধবার দুপুরে ট্রাফিক পুলিশের কাজে বাধা এবং ভয়ভীতি দেখাতে থাকে প্রতারক মনির ।

বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে ভূয়া অতিরিক্ত পুলিশ সুপার কে গ্রেপ্তার করে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে।  ফরিরপুর জেলার ভাংগা থানার চরকান্দা গ্রামের শেখ হারুন অর রশিদের ছেলে মনিরুজ্জামান মনির (৩৩)।

সাভার মডেল থানা পুলিশ জানান, গত কয়েকদিন ধরে সাভারের বিভিন্ন ব্যবসায়ী ও থানার পুলিশ কে নিজেকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে ভয়ভীতি ও ব্যবসায়ীদের ক্ষতি করার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

সাভার মডেল থানার ওসি অপরেশন নয়ন কারকুন বলেন, ফরিদপুরের ভাংগা থানায় একটি হত্যা মামলায় চার্জশিট ভুক্ত আসামী মনির। বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ