আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
পুলিশ বাহিনীতে বিশেষ অবদান রাখার জন্য ফেনীর সুপার জাকির হাসানকে সম্মাননা সূচক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,গত ২৭/০২/ ২০২৪ রোজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজারবাগ পুলিশ লাইন মাঠে ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কুচকা আওয়াজ পরিদর্শন করেন তিনি, গত পয়লা ডিসেম্বর ২০২২ হতে ১০ এ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা পদকে ভূষিত হন জাকির হাসান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা সততা ও মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হয়ে থাকে, পুলিশ সুপার জাকির হাসান ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে চাকুরি জীবন শুরু করেন, বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এই কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়, ছয় দিনব্যাপী এবারে পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ” স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ” উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ.ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতি.স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী,মন্ত্রী পরিষদ সচিব, আইজিপির সম্মেলন আইজি’জ ব্যাজ.শিল্ড প্যারেড.মাদক উদ্ধার. পুরস্কার বিতরণ ইত্যাদি