আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে কৃষকের ভাগ্য নির্ধারণ লটারীর মাধ্যমে

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার সাহাগোলা ইউনিয়নে ২শত ৭৯জন এবং ভোঁপাড়া ইউনিয়নে ৩ শত ৫৪ জন কৃষককে নির্বাচন করা হয়েছে।
এসময় বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে এ সকল ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশুক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরু ন্নবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুর হক ও উপজেলার সাগাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফি উদ্দিন আহম্মেদ, সাদ্দাম হোসেন বছির উদ্দিনসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকের কথা চিন্তা করেই সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কৃষকদের। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ নূরুন্নবী জানান , বোরো মৌসুমে উপজেলায় ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩হাজার ১ শত ৮২ মেঃটন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
সাহাগোলা ইউনিয়নের বাছাইকৃত কৃষি কার্ডধারীর ৩ হাজার ৩শত জন কৃষকের মধ্যে ২৭৯ জন ও ভোঁপাড়া ইউনিয়নে ৩ হাজার ৬শত ৬৫ জনের মধ্যে ৩শত ৫৪জন
কৃষককে নির্বাচন করা হয়।
নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ