প্রতিনিধি, জাবি:
হৃদয় হোসাইন কে সভাপতি এবং মোঃ মাইনুল ইসলাম খান’কে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের বিদায়ী সভাপতি নাফিস আহমেদ এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তাপস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
তারা দুই জনই বিশ্ববিদ্যলয়ের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ কবির হোসেন (৪৭), সাব্বির হোসাইন (৪৭), প্রমিত সরকার (৪৭), তাওহীদ হোসেন (৪৭), সুরাইয়া অমি (৪৭), রিমা আক্তার (৪৭), আইরিশ পারভীন (৪৭), যুথিকা মন্ডল (৪৭), কণা রানী শীল (৪৭), শ্রাবণী আক্তার (৪৭)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন জাফরুল ইবনে শহিদ (৪৮), মনির হোসেন (৪৮), নাজমুন নাহার (৪৮), নাজমুল হোসেন (৪৮), রায়হানা ইয়াসমিন আশা (৪৮), আশরাফুল আলম (৪৮)।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমিনুর ইসলাম আমিন (নিরব) (৪৮), রবিউল আলম (৪৮), মুজাহিদ বান্না (৪৮), তন্ময় হোসেন ইমন (৪৮), অয়ন আকমল (৪৮), সম্পা আক্তার (৪৮), কানিজ ফাতেমা (৪৮)।