রাবি প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভাতফেরিতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান শহীদ দিবস নিয়ে আলোচনা কর্মসূচি করা হয়।
শ্রদ্ধা নিবেদনে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমান বলেন, পৃথিবীর একমাত্র বাঙালি জাতি যারা মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন বিসর্জন দিয়েছে, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, বাংলা আমার প্রাণের ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
পৃথিবীর সকল ভাষার প্রতি যত্নশীল হই।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নীরবতা পালন ও আলোচনা কর্মসূচিতে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন সবুজ বন্ধুগণ উপস্থিত ছিলেন।