আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

জাবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, অফিসার, কর্মচারী উপস্থিত ছিলেন। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাবি শাখা ছাত্রলীগ, জাবি সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সংগঠন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে একুশের প্রথম প্রহরে উপাচার্য শহিদ মিনারের পাদদেশে শহিদ দিবসের পতাকা উত্তোলন করেন। বাংলা বিভাগ এবং জনসংযোগ অফিস যৌথভাবে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠান পরিচালনা করেন। প্রক্টর অফিস, বিএনসিসি, রোভার স্কাউট, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে।

দিবসটি উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র বিকেলে শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে শহিদ মিনার, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৬.৩০ মিনিটে জাবি শিক্ষক-অফিসার ক্লাব থেকে শহিদ মিনার অভিমুখে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ