আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাবিতে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নাঈম- রাজু

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী মো: নাঈম নিশাত। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ।

সোমবার   (১৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জাহিদুজ্জমান সাকিল ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার হবে।

নবগঠিত সভাপতি মো: নাঈম নিশাত বলেন,” ১৯ শে মার্চে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং ভাওয়াল গড় খ্যাত বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা গাজীপুর আমার উপর আগামী এক বছরের যে দায়িত্ব অর্পিত হয়েছে ইনশাল্লাহ আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং বরাবরের ন্যায় এবারও গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মাঠে থাকবো।”

সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন,”গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও গতিশীল করতে নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে কাজ করব এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যথাযথ সেবা নিশ্চিত করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ