আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সাভার ও গাজীপুর থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভার ও গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে আজ সকালে সাভারের হেমায়েতপুর এলাকা ও শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী জেলার মোঃ জামিল হোসেন (২০), মোঃ মিজানুর রহমান মিজান (২০) ও মোঃ তারিফ হোসেন (৪৩)। তাদের গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাভারের হেমায়েতপুর থেকে চাপাইনবাবগঞ্জ জেলার মোঃ শহিদুল হক (৩৫) কে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরে শনিবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ শহিদুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। মাদক কারবারিরা দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করতেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ