আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) বিএনসিসি সেনা শাখার ২/লেফটেন্যান্ট ড. আব্দুল বাতেন চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আগামী ১৮/০২/২০২৪ তারিখ হতে ২৯/০২/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ০২:০০ ঘটিকার মধ্যে প্রশাসনিক ভবন-০১ এর গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়।
ভর্তি যোগ্যতা হিসেবে শুধু ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম ও ২য় বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
উচ্চতা হিসেবে পুরুষ ক্যাডেটদের ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”)। তবে মহিলা ক্যাডেটদের জন্য উচ্চতা নিয়ে কোনো শর্ত প্রযোজ্য নয়।
ক্যাডেট নির্বাচন পদ্ধতিঃ-
আগ্রহী প্রার্থীগণকে ভাইবা ও প্রাথমিক ক্লাসে উপস্থিতির ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদনকারীদের মধ্যে নাচ, গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগনকে “বিএনসিসি আইন- ২০১৬” এর অধীনে ক্যাডেটশীপ প্রদান করা হবে।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডেটরা দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিএনসিসি ক্যাডেটরা যে সব সুযোগ সুবিধা পেয়ে থাকেঃ-
> সশস্ত্র বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে ISSB-তে সরাসরি অংশগ্রহণের সুযোগ
> সামরিক বিজ্ঞানে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং সামরিক বিজ্ঞানে সার্টিফিকেট অর্জনের সুযোগ
> সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশে (ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, রাশিয়া) সম্পূর্ণ সরকারি খরচে ভ্রমণের সুযোগ।
> রাষ্ট্রপতির কুচকাওয়াজ, শীতকালীন মহড়ায় সরাসরি অংশগ্রহণের সাথে লাইভ ফায়ারিং এবং বেয়নেট ফাইটিং প্রশিক্ষণ
> প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ ও কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ।