আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাবি রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে।

‘ফিরে দেখি অনুভবে’ প্রতিপাদ্য বিষয় ধারণ করে আজ ১৬ ফেব্রুয়ারি সকাল দশটায় এ অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম সকালে অনুষ্ঠান উদ্বোধনকালে তাঁর ভাষণে বলেন, রসায়ন বিভাগ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই নিজস্ব স্বকীয়তায় উদ্ভাসিত। উচ্চশিক্ষার প্রসার ও মানসম্পন্ন গবেষণার মাধ্যমে এই বিভাগ দেশ-বিদেশে যথেষ্ঠ সুনাম এবং খ্যাতি অর্জন অব্যাহত রেখেছে। এই বিভাগের শিক্ষক-গবেষকরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদক ও সম্মাননা লাভ করে বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছেন। উপাচার্য তাঁর ভাষণে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, পুনর্মিলনী উৎসব বিভাগের নতুন ও পুরনো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আবেগ ও অনুভূতির মিথস্ক্রিয়া ঘটাবে। এতে পরস্পর সমৃদ্ধ হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম মাহবুবুল হক ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মাহবুব কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফকির রফিকুল আলম। অনুষ্ঠানে রসায়ন শিক্ষার প্রসার, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. মো. মনজুরুল করিম (মরণোত্তর), অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, অধ্যাপক ড. মো. আলাউদ্দীন, অধ্যাপক মো. আবদুল বাতেন এবং এ কে এম খায়রুজ্জামান বাশার মোল্লাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ