মোঃ চান মিয়া লামা প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে ভয়াবহ আগুনে ০৯টি দোকানসহ একটি ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ০৩টার দিকে ইয়াংছা বাজারে একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে দাবি করছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, আগুনের সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে ০৩ ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল হোসাইন চৌধুরী বলেন, ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ০৯টি দোকান ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি এখনো।
দোকানে আগুন লাগার ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসাথে আরো দুজন আগুনে পুড়ে আহত হয়েছে, তাদের চকরিয়া ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়ছে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করা প্রয়োজন।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ২০ মিনিটের মধ্যে আমার টিম ঘটনাস্থলে পৌঁছে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।০৯টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ইয়াংছা বাজারের কয়েকজন ব্যাবসায়ী বলেন, ইয়াংছায় অনেকগুলো দোকানে অনুমোদন বিহীন তেল গ্যাস বিক্রি করে আসছে। এই তেল-গ্যাসের দোকান গুলোর বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার।