আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া লাগোয়া ঘটিভাঙ্গায় বাংলাদেশ ইকোনমিক জোন (বেজা) অধিকগ্রহণকৃত জায়গায় প্যারাবনের হাজার হাজার বাইন গাছ নিধন করে অবৈধভাবে চিংড়ি ঘের নির্মাণকারীদের কবল থেকে সরকারি জমি দখলমুক্ত করেছে বেজা কর্তৃপক্ষ ।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অভিযানে সরকারী জমি দখলমুক্ত করা হয়। এসময় প্যারাবন নিধন করে নির্মিত চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করলো বেজা। ঘটনাস্থল থেকে মাটি কাটার সময় দুটি স্কেভেটর জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ভূমিদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। কুতুবজোমের একটি মৎস্যজীবি সমিতির নাম ব্যবহার করে এবং আরো কয়েকজন স্থানীয় রাজনীতিবিদসহ একটা সিন্ডিকেট করে উক্ত স্থানে বিশাল প্যারাবন কেটে স্কেভেটর দিয়ে বাঁধ নির্মাণ করে চিংড়ী ঘের তৈরি করছো তারা । বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় তাতে পাত্তা দেয়নি ভুমিদস্যুরা । ভুমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে প্যারাবন কেটে সরকারি ভুমি অবৈধভাবে দখল করে ঘের নির্মাণ অব্যাহত রেখেছে । তারা নির্বিচারে প্যারাবন নিধন করে পরিবেশ ও জীব-বৈচিত্র্য ধ্বংস করায় হতবাক হন স্থানীয় পরিবেশকর্মীগন । পরিবেশ রক্ষায় এবং নদীর জায়গা উদ্ধারসহ প্যারাবন নিধন বন্ধ করতে জোরালো প্রতিবাদ জানান স্থানীয় পরিবেশবাদিরা । তারা এসব বন্ধ করতে বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকেও অবগত করেন । এদিকে সোনাদিয়ায় প্যারাবন নিধন করে ঘেন নির্মাণের বিষয়টি বেজা’র নজরে আসে । এর সূত্র ধরে বাংলাদেশ ইকোনমিক জোন (বেজা’র) উপ-ব্যবস্থাপক মোঃ ইয়াছিন এর নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারী তিন সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন । এসম মাটি কাটার ব্যবহারে নিয়োজিত দুইটি স্কেভেটর জব্দ করে স্থানীয় কুতুবজোম ইউপি’র চেয়ারম্যান এড. শেখ কামালের জিম্মায় দেন স্কেভেটর দুইটি । সোনাদিয়ায় অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি ঘের কেটে দিয়ে স্কেভেটর জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ইকোনমিক জোন (বেজা) প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন। তিনি জানান , সোনাদিয়ায় ইকোনমিক জোন গড়ে তোলা হবে । এজন্য উক্ত জায়গাটি বেজা অধিগ্রহণ করেছে । এখানে কেউ অবৈধভাবে দখল কিংবা প্যারাবন নিধন করার সুযোগ নাই । ইতিপূর্বে যারা প্যারাবন কেটে অবৈধভাবে সরকারি ভুমি দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি । জানা গেছে- দীর্ঘদিন ধরে কুতুবজোমের ঘটিভাঙ্গা ও সোনাদিয়াসহ বিভিন্ন এলাকায় বিশাল প্যারাবন কেটে স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালীরা জোটবদ্ধ হয়ে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ঘের নির্মাণ করছে ।