আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জেএমঘাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ 

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর শাপলাপুর জলেয়ারমার ঘাট (জেএমঘাট) উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় অত্র বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ , বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার লিটন । অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি আব্দুল গফুর মানিক , অত্র বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুর মোহাম্মদ , শাপলাপুর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দিলরুবা বেগম সহ বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন , শাপলাপুর উচ্চ বিদ্যালয় সৃষ্টিলগ্ন থেকে এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট এর মাধ্যমে ঐতিহ্য রক্ষা করে আসছে । ইনশাআল্লাহ এবারও পরীক্ষার্থীবৃন্দ শতভাগ পাশ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে প্রত্যাশা রাখি । এখান থেকে পাশ করে ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে তারা দেশের সরকারি বিভিন্ন দপ্তরে আশিন হয়ে অত্র বিদ্যালয়ের সম্মান বয়ে আনার পাশাপাশি এদেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে । এজন্য যারা স্কুলে পড়া লেখা করছো তাদের প্রত্যেককে লক্ষ্য উদ্দেশ্যে পৌছতে হলে অবশ্যয় কঠোর পরিশ্রম এবং শিক্ষার কোন বিকল্প নাই । পরে পরীক্ষার্থীদের প্রত্যেককে কলম ও ফাইলসহ পরীক্ষার অন্যান্য জিনিশপত্র প্রদান করেন বিদ্যালয় ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ