সাভার প্রতিনিধি,
ঢাকার সাভারে চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে মো. আব্দুর হামিদ নামে এক হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহতের ছেলে মো. পলাশ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর হামিদ সাভারের ছায়াবীথি এলাকায় বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে একই এলাকার মো. জানে আলম ভুক্তভোগীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলেন কিন্তু ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারী দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হুমকি দেয় । পরে আহতের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে এলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে মো. পলাশ জানান, আমার বাবা একজন সাধারণ ব্যাবসায়ী অভিযুক্ত জানে আলম এই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ সে বিভিন্ন সময় আমার বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো।। আমি এর সুষ্ঠু বিচার চাই। জানে আলমের নামে নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত জানের আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।