রাবি প্রতিনিধি:
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ‘ইচ্ছে’ একটি সমাজ সেবামূলক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়।
‘মেধা দেই, শ্রম দেই আর্তমানবতার সেবা করি, পৃথিবীকে বদলে দেই’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ বছর পূর্বে আজকের এই দিনে যাত্রা শুরু হয় ইচ্ছের। উপদেষ্টা মন্ডলীর শুভেচ্ছা বক্তব্য প্রদান, কেক কাটা এবং নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেকের মাধ্যমে আজকের অনুষ্ঠান উদযাপিত হয়।
২০২৪-২৫ এর কার্যকানির্বাহী কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অজয় সিংহ সভাপতি হিসেবে এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শাহেদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, কোষাধ্যক্ষ খন্দকার তারেক আব্দুল্লাহ, ইচ্ছে স্কুল পরিচালক তাসনিম জাহান, প্রচার সম্পাদক মো. জায়েদ খান স্বাধীন, মার্কেটিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, আমান ফাউন্ডেশন পরিচালক মাহাবুবা খাতুন মুক্তা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন (মাতিন), পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম মন্ডল, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক সাগর রানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অন্যতম উদ্যোক্তা শারমিন আক্তার জুঁই, ইচ্ছের বর্তমান উপদেষ্টা মোশাররফ হোসেন, তামান্না ফেরদৌস প্রমুখ।