আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জুয়া ও মাদক ব্যবসা বন্ধে, প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শ্রীপুর বাজারের মেইন রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
কর্মসূচীতে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য দেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক ব্যবসা ও মাদকাসক্তরোধে প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শ্রীপুর বাজার কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা ইমানুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাজার কমিটির সহ-সভাপতি আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শামনুর আখঞ্জী, সোনার বাংলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি শাহান শাহ্ আকবর, যুবলীগ নেতা মানিক পাল প্রমুখ।