আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাবি Masterclass and Self Assesment শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহযোগিতায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত Employability Masterclass and Self Assessment শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে অনেক শিক্ষার্থী কীভাবে তার কর্মজীবন শুরু করবে, সে সম্পর্কে দ্বিধান্বিত থাকেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে বিশেষ সহায়ক হয়। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা প্রশিক্ষণ কর্মশালা থেকে টেকশই ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে যোগ্য হিসেবে দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীন ফোনের প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ও ফিউচার নেশন স্কিল ডেভলপমেন্ট-এর ফ্যাকাল্টি ফোকাল ড. আফসানা হকের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরিফ মাহমুদ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফিচার নেশনের কমিউনিকেশনস্ ম্যানেজার দিলরুবা আখতার ও গ্রামীণ ফোনের সোশ্যাল ইমপেক্ট এ্যাফেয়ার্সের পরিচালক ফারহানা ইসলাম উপস্থিত ছিলেন। ইউএনডিপি, ফিউচার নেশন, বিডা, গ্রামীণ ফোনের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে এক হাজারেরও বেশি প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়। আয়োজকরা জানান, নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিং এবং কর্ম দক্ষতা বৃদ্ধিসহ ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ