রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবে শনিবার বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ক্লাবের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাব সদস্যদের তৈরি বাংলার রকমারি ঐতিহ্যবাহী পিঠা-পুলির সুঘ্রাণে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাবের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রবিউল ইসলাম ও প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক উপস্থিত ছিলেন।