আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ডে শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি :

আশুলিয়ার পাথালিয়ায় বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে একটি দুই রুমের টিনশেড বাসা ভস্মীভূত হয়েছে। এদময় ঘরের ভিতরে আটকা পড়ে আবু বকর সিদ্দিক ওরফে সাকিব (৫) নামের এক শিশু পুড়ে মারা গেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানধোয়া এলাকায় বাবু মুন্সী নামের ব্যক্তির ভাড়া দেওয়া টিনশেড বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দেওয়ান মো: সাজেদুর রহমান জানান, আনুমানিক সকাল এগারোটায় আগুনের সূত্রপাত। ধারণা করছি কারেন্ট থেকে আগুন লাগে। কারণ ঘরের ভিতরে একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তাই প্রথমে মনে করেছিলাম সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। কিন্তু সেটা বিস্ফোরিত না হওয়ায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটের ফলে আগুন লাগার সম্ভাবনাই বেশী।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিত নই আমরা। তবে লোকজন বলছে বিদ্যুতের থেকে আগুন লেগেছে। তবে এবিষয়ে তারাও কনফার্ম না। এব্যাপারে পরে জানানো হবে।

তিনি আরও বলেন, যে রুমটা থেকে আগুনের সূত্রপাত যেটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আমরা খবর পাই দুপুর ১২টা ২ মিনিটে। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করি। পরে ঘরের ভিতর থেকে বাচ্চার পুড়ে যাওয়া খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করি। টিনশেড ঘরটির দুইটি কক্ষই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল করলেও পরিবারের এবং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য খন্ডিত মরদেহ নেওয়া হয় নাই। শিশু সাকিবের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ