আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

পেকুয়ায় কবরস্থান সংস্কারে প্রভাবশালীর বাধা প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা মছন্যাকাটা কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার কাজে বাধা দিয়ে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের তাড়িয়ে দিলেন শহিদুল ইসলাম হিরু নামে এক প্রভাবশালী । প্রতিবাদ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১০ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা মছন্যাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থান প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় আজিম উদ্দীন জানান, এলাকার মানুষের জন্য কবরের জায়গা সংকট হওয়া দীর্ঘদিন ধরে লাশ দাফন করতে বেশ ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।

এলাকাবাসী সহায়তায় তহবিল গঠন করে স্থানীয় শওকত নামে একজন কিছু যায়গা ক্রয় করে কবরস্থানে দান করে।

ক্রয়কৃত জায়গায় কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে ইউপি মেম্বার শ্রমিক পাঠায়।

বেলা ১২ টার দিকে স্থানীয় শহিদুল ইসলাম হিরু এসে সংস্কার কাজে শ্রমিকদের কাজ করতে বাধা দিয়ে তাড়িয়ে দেয়।

পরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শহিদুল ইসলাম হিরুর বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় মনোহর আলম বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান আর এ কবরস্থান সংস্কার কাজে বাধা দেয়া এটা জঘন্য , আমরা শহিদুল ইসলাম হিরুর এমন জঘন্য কাজের শাস্তি দাবী করছি।

কর্মসৃজন প্রকল্পের মাঝি কাইছার বলেন, কবরস্থানের সংস্কার কাজ চলাকালে শহিদুল ইসলাম হিরু এসে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিলে আমি ইউপি সদস্য নাছির উদ্দীন কে অবগত করি।

এ ব্যপারে ইউপি সদস্য নাছির উদ্দীন বলেন,মসজিদ,কবরস্থান,শিক্ষা প্রতিষ্ঠান মাঠ সংস্কার কর্মসৃজন প্রকল্পের আওতায় রয়েছে, কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা মছন্যাকাটা কবরস্থান সংস্কারকাজ করার সময় স্থানীয় শহিদুল ইসলাম হিরু বাধা দেয়ার বিষয়টি শ্রমিকদের মাঝি কাইছার আমাকে ফোন করে জানান তার একটু পরে শহিদুল ইসলাম হিরু ফোন করে কবরস্থান থেকে শ্রমিক নিয়ে যেতে বলেন। তিনি বলেন, ,শহিদুল ইসলাম হিরু বাধা দিয়েছে এ বিষয়টি চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি,প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবো।

কবরস্থানে জমি দাতা শওকত ওসামন বলেন, কবরের জায়গা সংকট হওয়ায় মসজিদের পাশে কবরস্থান জন্য জায়গা ক্রয় করে জমি দান করি, আমি শুনে অবাক হলাম এমন ধর্মীয় কাজে বাধা প্রদান করেছেন মুসলমান, বিষয়টি খুবই দুঃখজনক।

ঘটনার বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম হিরু সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে কবরস্থানে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি আছে কিনা জিজ্ঞেস করেছি,আমি কোন প্রকার বাধা প্রদান করিনি।

এসময় আজিম,মনোহর আলম, জোবাইর, বাসেক,আনছার উদ্দিনসহ স্থানীয় মসজিদের মুসল্লী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ