আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বাগমারায় ডেকোরেটর মালিক কর্মচারী সমিতির সদস্যদের আকুতি

 

আলমগীর হোসেন (বাগমারা প্রতিনিধি) :

 

রাজশাহীর বাগমারা উপজেলা ডেকোরেটর মালিক-কর্মচারী সমিতির সদস্যরা করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়িক মন্দার কারণে তাঁদের কষ্টের সীমা নেই। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকান্ড দীর্ঘ দিন বন্ধ থাকায় বর্তমানে তাঁদের ভবিষ্যত অন্ধকার দেখছেন। ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল, ঘরভাড়া,পরিবার-পরিজন নিয়ে চিন্তিত এবং কষ্টে দিনানিপাত করছেন।
তাঁরা ব্যাংক,বীমা,এনজিও ও অর্থ লগিśকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নিয়ে বিভিনś উপকরণ ক্রয় এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। ঘরে মালামাল থাকলেও সচল নেই অর্থনৈতিক কর্মকান্ড। কিস্তি সাময়িক বন্ধ থাকলেও দিন-দিন ঋণের বোঝা লম্বা হচ্ছে। নিরুপায় হয়ে কর্মচারী-মালিক সমিতির সদস্যরা আজ মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয় বাইগাছায় সংবাদকর্মীদের নিকট তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সমস্যা নিয়ে একান্ত খোলামেলা আলোচনায় মিলিত হন।
সামাজিক দূরত্ব ও সরকারি বিধি মেনে আলোচনায় অংশ গ্রহণ করেন ডেকোরেটর মালিক-কর্মচারী সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন গয়ের, সাধারণ সম্পাদক উľল হোসেন, কোষাধ্যক্ষ সাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী কাঞ্চন কুমার, উপদেষ্টা আবুল বাসার, কচি রহমান খাঁন, আব্দুল বাসার, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, সদস্য বেলাল হোসেন, শ্রী গৌরাঙ্গ, শ্রী নয়ন কুমার, সোলাইমান আলী, উľল (ছোট), পেয়ার আলী, মাসুম, নাজমুল, সাহেব আলী, আব্দুস সালাম, টিপু, আশরাফুল ইসলাম, ডালিম, আলমগীর, বাবু, আ: হাকিম-১ রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম-২, হাফিজ, আলাউদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর নিকট ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনার জন্য লিখিত আবেদন করেন।
এ ছাড়াও রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পির নিকট ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মানবিক সহযোগিতা কামনা করেছেন।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ব্যবসায়ীদের আবেদন প্রাপ্তি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ ডেকোরেটর ব্যবসায়ীদের জন্য কিছু করার চেষ্টা করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ