দেলওয়ার হোসাইন,পেকুয়া (কক্সবাজার)
সামুদ্রিক কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, ইত্যাদি আমাদের দেশে অপ্রচলিত মৎস্য পন্য হিসেবে পরিচিত। অথচ আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় এসব পন্য রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শনিবার কক্সবাজারের বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আয়োজিত অপ্রচলিত মৎস্য পণ্যের পরিচিতি ও বহুবিধ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। বক্তারা জানান, বাংলাদেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে এসব মৎস্য পণ্যের বহুল ব্যবহার এবং রপ্তানিতে উৎসাহ প্রদান করতে হবে। তাছাড়া সামুদ্রিক জীববৈচত্র্য রক্ষায় এসব পণ্যের সঠিক মজুত নিশ্চিত করেও আহরণ করতে হবে। তবেই এই অপ্রচলিত মৎস্য পন্য দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে। কর্মশালায় উপস্থিত অংশীজনেরা মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সুপারিশমালা তুলে ধরেন।