আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে পাড়া মহল্লায় ত্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

নোভেল করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া ধামরাই পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন
করোনা কালে এপর্যন্ত সমগ্র ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সহ কর্মহীন ঘরবন্দী অসহায় প্রায় নয় হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন এখনো খাদ্য সামগ্রী বিতরণ দিবা-রাত্রি চলমান আছে।

শনিবার (৯ই মে ২০২০ খ্রীস্টাব্দ) বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপনগর, লাকুড়িয়াপাড়া,বড়বাজার,নয়ানগর,হুজুরীটোলা,
বান্দিমারা এলাকায় ২০০টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন ধামরাই উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ও ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভি.পি ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন
এ’সময় উপস্থিত ঢাকা জেলা আওয়ামীলীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শফিক আনোয়ার গুলশান, ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুর রহমান বাবুল ও ৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোঃ মোকছেদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ’সময় উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন আপনারা মানণীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকুন,। করোনার প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় মানুষ কেউ অনাহারে থাকবে না। আপনাদের জন্য সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে সেই সাথে রেশন কার্ডের মাধ্যমে ১০টাকা কেজি মূল্যে চাল বিক্রি ও ন্যায্য মূল্য টিসিবি’র পন্য সামগ্রী পাওয়ার ব্যবস্হা করে দিয়েছেন মানণীয় প্রধানমন্ত্রী। আপনারা কেউ চিন্তা করিবেন না আমরা সব সময় আপনাদের পাশে আছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ