আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুকুরে ডুবে তামীম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর কচ্ছপিয়া আবাসনে এ ঘটনা ঘটে। তামীম আবাসনের মো. মোতাহারের ছেলে।

তামীমের চাচি শাফিয়া বেগম জানান, মা,ছেলে দুপুরে খাবার খেয়ে একসাথে ঘুমাতে যায়। মা ঘুমিয়ে পরলে দরজা ফাঁকা পেয়ে তামীম বের হয়ে আসে। ঘুম থেকে উঠে তামীমের মা রাবেয়া তাকে না পেয়ে খোঁজাখুজি করে দেখে ঘরের পাশের পুকুরে ভাসতেছে। এরপর পাশের লোকজন নিয়ে তামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়েছি তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকলে ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ