আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ভাকুর্তায় জেলা ছাত্রলীগ সভাপতির নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

 

সাদ্দাম হোসেন

রাজধানীর অদূরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৭ই মে) সারাদিন ব্যাপী সেখানে বিতরণ কার্যক্রম চালানো হয়। করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য পুরো রমজান মাস জুড়েই এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম সমাজের বিত্তবানদের করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়াবে। আমাদের দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ ক্রান্তিকাল আমাদের সম্মিলিতভাবে কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। আমরা সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই তাহলে দেশে কেউই অভুক্ত থাকবে না।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেয়া সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেঁটে দিয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এবং এর অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীরাও এ কার্যক্রমে শামিল হয়েছে। এছাড়া আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম তো অব্যাহত আছেই।

করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম৷ সাভার, আশুলিয়ার প্রায় সর্বত্র তিনি খাদ্য সামগ্রী, নগদ অর্থ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এছাড়া ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে একটি মেডিকেল টিমও গঠন করা হয়। সর্বশেষ গতকাল সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। ইতোপূর্বেই কয়েকবার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম সেখানে সহযোগিতা কার্যক্রম চালিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ