আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

পেকুয়ায় স্থানীয় সরকার উন্নয়ন মেলা সম্পন্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ। গত ১৭ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়ে আজ তিন দিনের এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হযেছে ।

মেলার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, আজিজুল হক সহ আরো অনেকে।“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্থানীয় সরকারের যাবতীয় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বক্তৃতারা। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর স্টলে তাদের উন্নয়নমুলক নানান কর্মকাণ্ড তুলে ধরেন৷

মেলা সমাপনি দিনে স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,পরে স্টল মূল্যায়ন করে পুরস্কার বিতরণ করেন। এসময় পেকুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল জয় প্রকাশ চাকমা,

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুপানন্দ বড়ুয়া,সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ