সাভার প্রতিনিধি,
ঢাকার সাভারে এক ইন্টারনেট ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের বাড়িতে ঢুকে মারধর ও টাকা ছিনিয়ে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে দুজনকে আটক করে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সাভারের গেন্ডা বাহাদুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ব্যবসায়ীর নাম মোঃ নাদিম হোসেন (২০) তিনি সাভারের গেন্ডা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
অভিযুক্তরা হলেন, মো. সিদ্দিক (৪০) পিতা মৃত লতিফ মিয়া, আলমগীর হোসেন ওরফে টেন্ডার আলমগীর (৩৩) পিতা ইমান আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন পিতা ইমান আলি, সজীব হোসেন (২৩) পিতা মোঃ হানিফ ও মো. রানা (৩৩) এরা সবাই গেন্ডা এলাকার বাসিন্দা।
অভিযোগ পত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগী নাদিম দীর্ঘদিন যাবত গেন্ডা বাহাদুর মার্কেট এলাকায় দেশ কমিউনিকেশন ও নাদিম নেটওয়ার্ক নামে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ওই এলাকায় ইন্টারনেট ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসা নিয়েই পূর্ব শত্রু তার জেদ ধরে অভিযুক্তরা গতকাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এবং অভিযুক্ত আলমগীর তার হাতের লোহার রড দ্বারা ভুক্তভোগী নাদিমকে এলোপাথারি পিটিয়ে আহত করে। এ সময় বড় ভাই ও মা তাকি বাচাতে এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের কেউ পিটিয়ে আহত করে ও ভুক্তভোগীর মায়ের শ্লীলতাহানির চেষ্টা চালায়। এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে টেবিলের ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা লুট করে। পরে তাদের চিৎকার শুনিয়া আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তানভীর মোর্শেদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিনজন পলাতক আছে আর সিদ্দিক ও রানা নামে দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।