সাভার প্রতিনিধি :
বাংলাদেশের মাটিতে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না এটা সাংবিধানিক ভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার বিকেলে সাভারের ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন ।
এসময় কামরুল ইসলাম বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং আমরা জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপকর্ম প্রতিহত করবো।
বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় এখানে আমাদের কিছু করার নেই বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।