সাভার প্রতিনিধি,
ঢাকার সাভারে চালককে মারধর করে একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিকআপ চালক।
পিকআপ চালক বদর উদ্দিন জানান, বুধবার ভোরে
হেমায়েতপুর থেকে গাড়ি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ড পার হয়ে অল্প কিছুদুর সামনে এগিয়ে গেলে অপর একটি পিকআপ সড়কের মাঝে ব্যারিকেড দিয়ে আমার পিকআপটি থামায়।
এ সময় ওই গাড়ি থেকে ৭-৮ জন লোক বের হয়ে আমাকে মারধর করে হাত-পা ও চোখ বেধে গাড়িতে তুলে সাভারের সালেহপুর এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে আমার পিকআপটি নিয়ে পালিয়ে যায়। এসময় গাড়িতে কিছু নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিলো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার বলেন, পিকআপটি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।