আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

জীবাশ্ম জ্বালানী মুক্ত একটি বাসযোগ্য পৃথিবীর দাবীতে পেকুয়ায় সাইকেল র‍্যালী ও মানববন্ধন

দেলওয়ার হোসাইন,পেকুয়া ,কক্সবাজার

জীবাশ্ম জ্বালানীর উপর প্রভাব কমিয়ে নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে মানববন্ধন ও সাইকেল র‌্যালী করেছে পরিবেশবাদী সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন।

শুক্রবার সকালে পেকুয়া বাজারের ভোলাখাল মোহনায় প্রধান সড়কে তারা এই কর্মসূচি পালন করেন। পরিবেশকর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চলনায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে বিষয়ের উপর মুল প্রবন্ধ পাঠ করেন, সাংস্কৃতিক কর্মী ও সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এফ এম সুমন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন খালেদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সাংবাদিক জালাল উদ্দিনসহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন, উন্নত দেশগুলোর দ্বৈত নীতির কারনে আজ উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জর্জরিত। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানীর উপর প্রভাব কমিয়ে নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করা না গেলে আগামীর পৃথিবী বাসযোগ্য পৃথিবী থাকবেনা বলেও বক্তরা দাবি করেন।

মানববন্ধনে পেকুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সেক্রেটারী শাহেদ ইকবাল,পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন ও পরিবেশকর্মী হাশমত আলী, নারীনেত্রী নুর নাহার নূরী ও তাহমিনা জন্নাত শিমুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরাসহ সাধারণ খেটে খাওয়া নারী-পূরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ