আজ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং

আশুলিয়ায় পাথালিয়ায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান

 

শান্ত মালো,বিশেষ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় বৃহস্পতিবার সকালে ১১ ঘটিকায় সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাটের ঘুঘুদিয়া আদর্শ হাই স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ানের নেতৃত্বে পাথালিয়া ইউনিয়ন ৫ নং ও ৭ নং ওয়ার্ডে বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধীদের জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫৫০ জনকে তিন হাজার টাকা করে ভাতা প্রদান করেন তিনি। এসময় তিনি জনগণ কে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ জহিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে, পারভেজ চেয়ারম্যান কে জিজ্ঞাসা করলে তিনি আরও জানান, পাথালিয়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড গুলোতেও আগামী ৭ দিনের মধ্যে পর্যায়ক্রমে ভাতা প্রদান করা হবে। সেইসাথে তিনি সবাই কে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকতে অনুরোধ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ