আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের গুলিবিনিময়:নিহত-২ রোহিঙ্গা 

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আবারও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।এই ঘটনায় দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
জানা যায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  বিকেল আনুমানিক ৪টার দিকে উখিয়া পালংখালীস্থ রোহিঙ্গা ক্যাম্প-৬/ই ব্লকে এই ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গাদের ২০-৩০ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান নিলে অপর একটি গ্রুপের সাথে গুলিবিনিময় হয়।
এতে নূর মোহাম্মদ, (১৭) ও সামসু আলম (২৩) নামে দুইজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।এসময় নূর মোহাম্মদ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ও অপরজনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসা হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
পরে হাসপাতালে নিয়ে আসার পরপরই সামসু আলমের মৃত্যু হয়।নিহত নূর মোহাম্মদ ক্যাম্প-২/ইস্ট ডি ফোর ব্লকের মৃত গফুর আহমেদের ছেলে এবং সামসু আলম ক্যাম্প-৭  সি/সিক্স ব্লকের আহমেদ হোসেনের ছেলে।
এই বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন উর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে।এই ঘটনায় ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ