ওয়াসিমুল বারী ,গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পিছিয়ে পড়া পথ শিশু,গরীব অসহয়,পরিবারের শিশুদের সার্বিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নে ওয়াল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া অফিসের আয়োজনে প্রোগ্রাম এ-র অবহিতকরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন বুধবার বিকেল গঙ্গাচড়া মাল্টি পার পাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট , মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান ,
ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজ ৷সভাপতিত্ব করেন ডেপুটি ডিরেক্টর জেনি ডি-ক্রশ,প্রমুখ। এসময় ওয়াল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ম্যানেজার রংপুরের অনুকুল বর্মন,এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিও বার্ট চিসিমসহ সুবিধা ভোগী অবিভাবক সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।