মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:
আত্রাইয়ের চকশিমলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ের চকশিমলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)২০২৩ ইং
বেলা ১২ ঘটিকায় অত্র বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়নে নিয়মিত ছাত্রছাত্রী উপস্থিতি ও আগামী এসএসসি পরীক্ষা ২০২৪ এর পূর্ব প্রস্তুতি সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চকশিমলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আহসান আলী প্রামানিক এর সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধি মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রান বল্লভ মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বেলাল হোসেন কবিরাজ,মোঃ রেজাউল ইসলাম,মোঃ বেলাল সরদার,শিক্ষক প্রতিনিধি মোঃ মতিউর রহমান ও ছহিমা খাতুন,সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দীন,দবির উদ্দিন,বিপ্লব আলী দেওয়ান,নিহার রঞ্জন সরকার,জিয়াউর রহমান প্রমুখ।