আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হলেন আব্দুল্লাহ আল মামুন

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি:
কাউন্সিলের মধ্য দিয়ে ৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি।
রাজবাড়ী এলাকার কৃতি সন্তান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি, রাজবাড়ী-রংপুর-দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও গণপূর্ত বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন এই প্রকৌশলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারে স্নাতক করেন। ৩১ তম বিসিএস এর মাধ্যমে গণপূর্ত প্রকৌশলী হিসাবে যুক্ত হোন।
গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ এর মধ্যদিয়ে ৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।
নতুন ২০১ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা হলেন, সভাপতি ফ্যামিলি প্লানিং এর আব্দুল্লাহ আল হাদী–, সাধারণ সম্পাদক প্রশাসনের মোছাঃ আকতারুন্নেসা।
নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনি বলেন, ব্যাচমেট এবং কমিটির সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে নির্বাচিত করায়। আমরা সকলকে নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে চাই। সকলের সহযোগীতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ