ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ
নোবেল করোনা ভাইরাসকালে নীরবে নিভৃতে প্রতিনিয়ত চাঁদপুরের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
তিনি আর কেউ নন মেঘনা পাড়ের কন্যা, চাঁদপুরের মানুষের ভরসারস্থল শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত সতকর্তার সাথে অবস্থা পর্যবেক্ষণ করে চলেছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ এবং দলীয় কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিভাবকের মত।
কর্মীদের মাধ্যমে ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করে বাড়ি বাড়ি সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত।
চাঁদপুর পৌরসভায় ত্রিশ হাজার ৬৬ পরিবার এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪৫ হাজার পরিবারকে সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন তিনি।
ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ প্রায় ১০ লাখ টাকা প্রদান করেছেন এই পর্যন্ত। বাদ যায়নি নৌকার মাঝি, বেদে সমপ্রদায় এবং হরিজন সম্পাদয়ও।
এ পর্যন্ত যে সমস্ত খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে তার মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, ছোলা, লবণ, চিনি, চিড়া, মুড়ি, খেজুর এবং শিশুখাদ্য রয়েছে।
এছড়া তিনি মৃত মুসলিম এবং সনাতন ধর্মাবলম্বীদের যারা দাফন/সৎকার করেন তাদেরকে সুরক্ষা পোশাক প্রদান করছে। সুরক্ষা পোশাক প্রদান করেছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝেও।
চাঁদপুর-হাইমচরের যে সকল ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, এদের মধ্যে যারা টিউশন করে নিজের খরচ চালায় এই সংকটময় মুহূর্তে এমন শতাধিক ছাত্র-ছাত্রীকে মোবাইলে বিকাশের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
বর্তমানে প্রধানমন্ত্রী কর্তৃক ওনার নির্দেশে জেলায় ছাত্রলীগে কর্মীরা কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে নিভৃত।