আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ধান ক্রয়ে কৃষক বাছাই লটারীতে

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে সরাসরি ধান কিনতে কৃষকদের তালিকা প্রণয়নে লটারি করা হয়েছে। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য গুদামে ধান বিক্রির জন্য সাড়ে ৬ হাজারের বেশি আগ্রহী কৃষক থেকে ৯৬১ জনকে বাছাই করে তালিকা চূড়ান্ত করতে এই লটারি করা হয়।

আজ ৫ মে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময় ধরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা উপস্থিতিতে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সুএধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী, উপজেলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ হাফছা হাইসহ কৃষক প্রতিনিধি গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী জানান, এই উপজেলায় ১৯২১ মে. টন ধান সংগ্রহ করা হবে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় সরাসরি কৃষকদের কাছ থেকে জনপ্রতি ২ মে. টন করে ধান কেনা হবে। এ জন্য আবাদকৃত জমির ওপর ভিত্তি উপজেলার ৯ ইউনিয়ন কৃষক নির্বাচন করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সুএধর বলেন, উপজেলায় প্রায় ৩৩ হাজারের মতো কৃষক বোরো আবাদ করেছেন। এ জন্য জনপ্রতিনিধি ও মাঠ পর্যায়ে কাজ করে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য আগ্রহী কৃষকদের নাম গ্রহণ করা হয়। এতে ৬ হাজার ৮শত ৫৯ জন কৃষক আগ্রহ প্রকাশ করলে তাদের তালিকা করে ৪ মে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির কাছে হস্তান্তর করা হয়। সেই তালিকা থেকে লটারি করে ৯৬১ জন কৃষকের নাম চূড়ান্ত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ