আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুর সদরে করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

নোবেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্যোগকালীন সময় কর্মহীন ও করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল ৪ মে সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে দেড় শতাধিক পরিবারকে ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম নাজিম দেওয়ান জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে মানুষ দুর্বিষহ সময় পার করছে। এছাড়া এই মহামারী ভাইরাসে অনেকে আক্রান্ত হচ্ছে।
তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ তহবিল থেকে চাঁদপুর সদর উপজেলায় দুর্যোগকালীন সময় কর্মহীন ও করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের মাঝে ২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করার জন্যে অনুদান দেন। চাঁদপুরে করোনায় আক্রান্ত ৭ জনকে ৪ হাজার টাকা করে এবং কর্মহীন ১৫২ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ