আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে আনসার-ভিডিপি’র ৩০০ সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

 

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ৪ মে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ১ লিটার, সাবান ১টি, ও মাস্ক ১ টি।

খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. জাহানারা বেগম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও হাছান মুল্লাসহ গণমাধ্যম কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ