আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কচুয়া – কোয়া সড়কের বেহাল দশা, প্রতিনিয়ত বাড়ছে জন-দুর্ভোগ

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া -কোয়া সড়কে গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। বিশেষ করে ব্যাংকপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে ছোট-বড় বেশকিছু গর্ত।
এর মধ্যে ডাচবাংলা ব্যাংকের সামনের গর্ত যেন পুকুরসম।
গর্ত ৩টি পারাপারে প্রতিনিয়ত রিকশা, সিএনজি অটোরিকশা, ট্রাক, টমটম, অটোবাইক ইত্যাদি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। গতকাল রোববার সকাল একটি টমটম উক্ত গর্তে উল্টে পড়ে গেলে একজন নারীসহ ৪ ব্যক্তি আহত হন। সড়কটির শোচনীয় অবস্থায় মনে হচ্ছে, এ সমস্যা দেখার যেন কেউ নেই।

এ ব্যাপারে কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন জানান, প্রয়োজনীয় বালু ও কংক্রিট পেতে সমস্যা সৃষ্টি হওয়ায় সড়কটির গর্ত ভরাটের কাজ বিলম্বিত হচ্ছে।
তবে শীঘ্রই গর্তগুলো ভরাটের ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ