নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে কালামপুর – ভালুম সড়ক অবরোধ সহ বিক্ষোভ করেছে জোমার ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা।
রবিবার (৩ মে) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর আলোকদিয়া এলাকায় সড়কে পোশাক কারখানার প্রায় চারশত পোশাক শ্রমিক বিক্ষোভ শুরু করে।
এসময় পোশাক কারখানার শ্রমিকরা জানান বিগত ফেব্রুয়ারি – মার্চ ও এপ্রিল মাসসহ তিন মাস যাবৎ আমাদের বেতন বকেয়া রয়েছে। গত মাসে আন্দোলনের মুখে আজ ৩ মে পরিশোধ করবে বলে জানিয়েছিল কারখানার কর্তৃপক্ষ। কিন্তু আজ সকালেে শ্রমিকরা কারখানায় এসে কোন কর্মকর্তাকে না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা কালে পুলিশ এসে তাদের সাথে কথা বলে শান্ত হতে বললে কারখানার শ্রমিকরা তাদের অভিযোগ পুলিশের কাছে বলেন তিন মাস যাবৎ কোন বেতন পাচ্ছি না আমরা কি খেয়ে বাঁচব, বাড়ি ভাড়া দেব কোথা থেকে, কোনও ত্রাণ সামগ্রীও পাচ্ছি না। তখন পুলিশের পক্ষ থেকে মালিক পক্ষের সাথে ফোনালাপে কথা হলে আগামী ১০ই মে তারিখ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে ধামরাই থানা পুলিশ শ্রমিকদের এ মাসের ১০ তারিখ মালিক কতৃপক্ষ বেতন প্রদান করবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে সড়ক থেকে নেমে আসে।