আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন কলেজের শিক্ষক ও ছাত্ররা

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে “আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ”-এর শিক্ষক ও ছাত্ররা কৃষকের জমির ধান কেটে নিয়ে গিয়ে মাড়াই করে দিলেন।

আজ ৩ মে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্ররা অরুয়াইল কৃষি মাঠে গিয়ে স্থানীয় কৃষক হাজী আসমত আলীর এক বিঘা জমির ধান কেটে মাথায় করে কলেজ প্রাঙ্গণে এনে, মাড়াইয়ের পর বস্তাবন্দি করে দেন তারা।

কলেজের শিক্ষক ও ছাত্ররা বলেন, ধান কাটার প্রতিটা মূহুর্তই ছিল উৎসাহ ব্যাঞ্জক। দেশের ক্লান্তিকালে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে।

কৃষক হাজী আসমত আলী বলেন, কয়েক দিন আগেই আমার জমির পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় ধান কাটতে পারছিলাম না। এ কথা জানার পর আব্দুস সাত্তার কলেজের শিক্ষক ও ছাত্ররা আমার একবিঘা জমির ধান কেটে তারা নিজেরাই এনে মাড়াই করে দিয়েছেন। এই ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ