আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

সাভারে এক পোশাক শ্রমিক নারী ৭তলা ছাঁদ থেকে পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার কলমায় এলাকায় একটি পোশাক কারখানার ৭ তলা ছাঁদ থেকে পড়ে ফাহিমা খাতুন (২৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কলমার চেয়ারম্যানবাড়ী পাশে অবস্থিত স্ট্যান্ডার গ্রুপের কাজিপুরী ফ্যাশন লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা পাবনা জেলার সদর সাথিয়া থানার বাসিন্দা। তিনি সাভারের ডেইরি ফ্রার্ম এলাকার একটি বাসায় থেকে ওই কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন।

শিল্প পুলিশর উপ-পরিদর্শক (এসআই) আলামিন জানান, একজন শ্রমিক সাভারের কলমায় একটি পোশাক কারখানার ছাঁদ থেকে পড়ে গেছে এমন খবরের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে আসি। এসে শুনি নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ বলছেন ফাহিমা নিজের ছাঁদে গিয়ে আত্নহত্যা করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

বিষয়টি স্বীকার করে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রেদুয়ান বলেন, ফাহিমা কয়েকদিন ছুটিতে ছিলেন। পরে আজ কারখানায় আসার পর হটাৎ করেই ছাঁদে গিয়ে তিনি লাফ দেয়। তারপর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ