আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ত্রাণ বিতরণে  নির্মল রঞ্জন 

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক: 

মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে ধামরাইয়ের কালামপুর এলাকায় খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শ্রী নির্মল রঞ্জনগুহ।
এ’সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতা আশীষ কুমার মজুমদার ও অন্যান্য নেতৃবৃন্দ,
ধামরাই উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ন সাঃ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আ’লীগের যুগ্ন সাঃ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু,সহ ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি রবিউল করিম, ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ’সময় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ বলেন- মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারাদেশে স্বেচ্ছাসেবকলীগ করোনার কারনে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের সেবায় নিয়োজিত আছে। আমরা চিকিৎসার এম্বুলেন্স সহ সার্বিক সহযোগিতা করার চেষ্টা করে চলেছি। আপনারাও মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অসহায় হতদরিদ্র পরিবারের সেবা করে যাবেন। সকল নেতা-কর্মীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার কাজে এগিয়ে আসবেন সে আহবান রাখছি। আপনারা সুন্দ৷ সুষ্ঠু ভাবে খাদ্য সামগ্রী হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ কর্মকান্ড পরিচালনা করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ